
ডেস্ক | মঙ্গলবার, ০৯ জুন ২০২০ | প্রিন্ট
বলিউড ডিভা ডিম্পল কাপাডিয়া ব্যক্তিজীবনে অক্ষয় কুমারের শাশুড়ি। অক্ষয়-ডিম্পল সম্পর্ক খুবই ভাল৷ তবে মেয়ের সঙ্গে বিয়ের আগে অক্ষয়কে নিয়ে অন্যরকম মনোভাব ছিল টুইঙ্কেলের মায়ের। প্রথম দেখায় অক্ষয়কে সমকামী ভেবেছিলেন শাশুড়ি ডিম্পল!
কফি উইথ করন শোতে এসে মিসেস ফানিবোনস টুইঙ্কল খান্না সুপারস্টার স্বামী অক্ষয় কুমারকে নিয়ে তার মায়ের এই ধারণাটি জানালেন সবাইকে। বোঝাই যায় ডিম্পল কন্যার রসাত্মবোধ বেশ ভালো।
টুইঙ্কল করন জোহরের চ্যাট শো-এ বলেন, ‘অক্ষয় আমাকে বিয়ে করবে বলে মায়ের সঙ্গে দেখা করতে আসে। আমি আর মা একটা সোফায় বসেছিলাম। ও আমাদের উল্টোদিকে বসেছিল। ওর পাশেই ছিল মায়ের এক বন্ধু। অক্ষয় ওনার পিঠে আকুপাঞ্চার করছিল।’
মা আমার কানে কানে বলল, ‘অক্ষয় চলে গেলে আমি তোমায় কিছু বলতে চাই’। আমি অর্ধৈর্য হয়ে বললাম না এখনই বল। মা বলল, ‘তোমার বন্ধু সন্দীপ যে সংবাদপত্রে লেখালেখি করে বলছিল, অক্ষয় সমকামী’।
ডিম্পল তার মেয়েকে একটি শর্তও জুড়ে দিলেন। মা আমাকে বলল ‘ তোমরা আগে ১ বছর লিভ টুগেদার কর, তারপর বিয়ে করো।’ ডিম্পল কন্যার ভাষ্য, ‘মায়ের কথামত আমরা ১ বছর লিভ ইন সম্পর্কে ছিলাম।’
নিজের সম্পর্কে এমন মন্তব্য শুনে অক্ষয় জানিয়েছেন যে, ‘একটি নির্জন দ্বীপে তিনি বেড়াতে যেতে চান শাশুড়ির সঙ্গে৷ তবে সেখানে গিয়ে তিনি শুধুই ডিম্পলের মেয়েকে নিয়ে কথা বলতে চান তিনি।’
Posted ৮:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar