অনলাইন ডেস্ক: | ১২ জুলাই ২০১৭ | ৯:১৮ অপরাহ্ণ
সৌদি আরবের জানালা বিহীন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আজ বুধবার ১১ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
খবরে বলা হয়, পুরাতন ওই বাড়িতে আগুন লাগার পর অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জানালা না থাকায় বাতাস প্রবেশ করতে না পারায় ইতোমধ্যেই ওই ১১জন মারা যায় এবং আহত হয় ছয়জন। নিহতদের সবাই ভারতীয় ও বাংলাদেশি নাগরিক বলে জানা যায়।