অগ্রবাণী ডেস্ক | ২৩ মে ২০১৭ | ২:৫৭ অপরাহ্ণ
গণহারে প্রশ্ন ফাঁসের ঘটনায় অবশেষে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের সকালের পরীক্ষা বাতিল করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ সিদ্ধান্ত নেন বলে নিশ্চিত করেছেন ব্যাংকার্স সিলেকশান কমিটি বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র।
সূত্র জানায়, প্রশ্ন ফাঁসের কারণে বাংলাদেশ ব্যাংক গভর্নর অগ্রণী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের সকালের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগকে সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে।’
হাতে লেখা উত্তরপত্র। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার দিনগত রাতে পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অগ্রণী ব্যাংকের শুক্রবারের নিয়োগ পরীক্ষার দুই ধাপে আড়াই লক্ষাধিক পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল।
তবে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ঢাবির ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের পক্ষ থেকে বলা হয়েছিল সকালের পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো তথ্য তাদের কাছ নেই। এ কারণে পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত তারা নেননি।
এর আগে গত ২১ এপ্রিল অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। ওই পরীক্ষা বাতিল না হওয়ায় শিক্ষার্থীরা আদালতে যান। ওই পরীক্ষার ফল প্রকাশসহ পরবর্তী কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।