মো: গিয়াস উদ্দিন | ২১ মে ২০১৭ | ১১:৫১ পূর্বাহ্ণ
গিয়াস উদ্দিন
এই বর্ষার দ্বীপ নেভা মাঝ রাতে
রিম ঝিম রিম ঝিম ণূপুরের ছন্দে
বৃষ্টিরা নৃত্যে মেতেছে যখন অপার আনন্দে
হিমেল পরষে শিউরে ওঠে তনু ক্ষনে ক্ষনে
অনুভব মিশে আছে তোমার উষ্ণ আলিঙ্গনে।
তুমি কি আমায় অনুভব করতে পাচ্ছো ?
আমার বুকে মাথা রেখে বিলি কেটে দিচ্ছো
বুকের কেশে তোমার দুটি চাঁপা আঙ্গুলে
তোমার গরম নিঃস্বাশ আমার শিরা উপশিরায়
ছড়িয়ে দিচ্ছে পাগল করা অস্থিরতা
তুমি কি টের পাচ্ছো ?
তুমি কি টের পাচ্ছো তোমার মেঘ কালো চুলের
সিঁতির পথ ধরে হেঁটে যাচ্ছে আমার দুটি আঙ্গুল
তুমি কি টের পাচ্ছো আমার রক্ত কনিকার অস্থিরতা
আমার নিঃস্বাশে উন্মাদ উষ্ণতা ?
আমি আমি অনুভব করছি তোমার হৃদয়ের স্পন্দন
সেটা ক্রমাগত বেড়েই চলেছে পলক ব্যাবধানে
কান পেতে শোন ঐ আমার হৃদয়ের পানে
ভূমিকম্পের মতো হৃদকম্পন কি মাপা যায় কোন স্কেলে ?
বুঝতে পারছো তুমি ?
এর নাম ভালোবাসা…আবেগের অনূরাগে
একে অন্যের টানে অশান্ত নদীর মতো ছুটে চলা