
ডেস্ক | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন মেয়র নির্বাচিত হলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিকে হারিয়েছেন। তাপস পেশায় একজন দেশের স্বনামধন্য আইনজীবি। রাজনীতির মাঠে তাপসের জনপ্রিয়তা অনেক আগ থেকেই। রাজনৈতিক পরিবারের সন্তান। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ছোট সন্তান তিনি।
তিনি দেশ ও দেশের বাইরে উচ্চতর ডিগ্রীর জন্য পড়াশুনা করেছেন। রাজনৈতিক পরিবারের হলেও তার বড় ভাই বর্তমান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ বেশ ভালো গান গাইতে পারেন। তিনি একাধিক বাদ্যযন্ত্রও বাজাতেও পারদর্শী। বন্ধুদের নিয়ে তিনি ব্যান্ড দলও গড়ে তুলেছিলেন। তার এমন দক্ষতার কথা কিছুদিন আগে জানা যায়।
তবে অনেকেই জানেন না তুখোড় রাজনীতিবিদ ঢাকার বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসও গান গাইতে পারেন। বাজাতে পারেন বাঁশিও। এমনই কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তাপস। সেখানে দেখা যায় তিনি স্টুডিওতে বাঁশি বাজাচ্ছেন, গানও গাইছেন।
Posted ১১:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar