অগ্রবাণী ডেস্ক | ২৮ জুলাই ২০১৭ | ৬:০৯ অপরাহ্ণ
ঢাকা থেকে নিখোঁজ হওয়ার দুই মাস পর গতকাল বৃহস্পতিবার দুপুরে যৌনপল্লী থেকে এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। উদ্ধার হওয়া ছাত্রী রাজধানী ঢাকার মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। ওই ছাত্রীর কথিত প্রেমিক তাকে প্রতারিত করে এই পল্লীতে এনে বিক্রি করে দেন।
ফরিদপুর র্যাব-৮ সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রীর সঙ্গে অজ্ঞাত এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে ওই যুবক কলেজছাত্রীকে তার মায়ের সঙ্গে দেখা করাবার কথা বলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এনে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয়। পরে গতকাল র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে।
এ সময় শাহীন শেখ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক গোয়ালন্দ উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লারপাড়া গ্রামের মৃত আক্কাছ আলী শেখের ছেলে।