ডেস্ক | ২৭ মার্চ ২০২০ | ১০:১৩ অপরাহ্ণ
অবশেষে স্থগিত হলো বাফুফে নির্বাচন। করোনাভাইরাস ইস্যুতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত জানায় বাফুফের নির্বাহী কমিটি।
২০ এপ্রিল নির্বাচনের ব্যাপারে অনড় ছিল ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে। পাশাপাশি ৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্তও ঠিক করে রেখেছিল সংস্থাটি। কিন্তু সরকারের নির্দেশে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণায় অনিশ্চয়তা তৈরি হয় এই নির্বাচন ঘিরে। তাই পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
তবে ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী, ৩০ এপ্রিলের মধ্যেই নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে ফিফা ও এএফসির সম্মতি নিয়ে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত জানানো হবে।