
| সোমবার, ০২ মার্চ ২০২০ | প্রিন্ট
অবশেষে রিয়াল মাদ্রিদে ফিরেছেন রোনালদো। এল ক্লাসিকো সামনে রেখে গতকাল রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আসেন রোনালদো। সমর্থন দেন একসময়ের সতীর্থদের।
মূলত জুভেন্টাস-ইন্টার মিলান খেলা সংঘর্ষের কারণে স্থগিত হওয়ার পরে মাদ্রিদে ফিরে আসেন তিনি। স্থানীয় ভক্তরা ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের অটোগ্রাফ দিতে দেখা যায় তাকে।
স্প্যানিশ ফুটবল বিষয়ক দৈনিক মার্কার খবরে বলা হয়েছে, রোনালদো তার পুরানো ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি সমর্থন জানাতে বার্নাব্যুতে দর্শক সারিতে দেখা যায় তাকে। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তিনি বার্নাব্যুতে পা রাখলেন।
রোনালদোর উপস্থিতি সৌভাগ্যের প্রতীক হয়ে আসে রিয়াল মাদ্রিদের জন্য। এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-০তে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। ২৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৫৬। অপরদিকে আসরে পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া বার্সেলোনা ৫৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
Posted ১০:১৭ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar