অগ্রবাণী ডেস্ক | ০৮ আগস্ট ২০১৭ | ১০:৫৪ পূর্বাহ্ণ
সোমবার রাতে চট্টগ্রাম থেকে আখের ভেতরে করে ইয়াবা পাচারের সময় চার হাজার পিস ইয়াবাসহ এক ‘মাদক পাচারকারীকে’ গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কোতোয়ালি থানার আলকরণ এলাকা থেকে মো. ফয়সাল (২২) নামে এ যুবককে আটক করা হয়। আটক করা ফয়সাল টেকনাফের হ্নীলা ইউনিয়নের হোয়াকংপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।
অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, “ফয়সাল অভিনব পদ্ধতিতে আখের ভেতরে করে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রাম এসেছেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলকরণ গলির মুখ থেকে অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা তাকে আটক করে।”
অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান জানান, “আখের ভেতর থেকে রস বের করে বিশেষ কৌশলে সেখানে ছোট ছোট পুটলি করে ইয়াবাগুলো রাখা হয়েছিল।”
ফয়সাল এভাবে আগেও একবার টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসার কথা স্বীকার করেছেন বলে জানান জিল্লুর।
অধিদপ্তরের কোতোয়ালি সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।