
| সোমবার, ০২ মার্চ ২০২০ | প্রিন্ট
বাংলা চলচ্চিত্রের নতুন মুখ চিত্রনায়িকা তানিন সুবাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশকিছু ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ছবি ফাঁস হয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকেই সোশ্যাল মিডিয়ার বেশ ক’টি প্ল্যাটফরমে তানিন সুবহার একাধিক ‘অন্তরঙ্গ’ ছবি ঘুরতে দেখা যায়। সেসব ব্যক্তিগত ছবিতে নির্দিষ্ট কোনো পুরুষ ছিলেন না, ছিলেন বিভিন্ন মুহূর্তে বিভিন্ন জন।
বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে ২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।
এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিন সুবাহের। ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তানিন সুবাহ।
Posted ৮:৫২ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar