
| শুক্রবার, ০২ জুলাই ২০২১ | প্রিন্ট
অভিনয়ে ফিরতে চাইছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। গত বছরের যাবতীয় বিতর্ককে দূরে সরিয়ে রেখে আবারও বলিউডের অংশ হতে চাইছেন তিনি। আজকাল বলিপাড়ায় কান পাতলেন এমনটাই শোনা যাচ্ছে । রিয়া চক্রবর্তী ইনস্টাগ্রাম জুড়েও ঘুরে দাঁড়িয়ে, নতুন করে জীবন শুরুর বার্তা।
সম্প্রতি ইনস্টাস্টোরিতে একটি ছবি পোস্ট করেন রিয়া। সেই ছবির ক্যাপশনেও ওই একই বার্তা। রিয়া লিখেছেন, ‘রাইজ অ্যান্ড শাইন’। যার মানে দাঁড়ায়, “জেগে ওঠ, উজ্জ্বল হও”। বিগত এক বছরের যাবতীয় নেতিবাচক দিককে দূরে সরিয়ে আবারও মূলস্রোতে ফেরার তাগিদ তার।
কিছুদিন আগেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বার্ষিকীতেও তাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছিলেন রিয়া। লিখেছিলেন, “… ওঁরা বলে সময় নাকি, সব কিছু ঠিক করে দেয়। কিন্তু তুমি আমার সময়। তুমি আমার সবকিছু। জানি চাঁদে তোমার ওই টেলিস্কোপ দিয়ে আমায় দেখছ তুমি। রক্ষা করছ। প্রতিদিন অপেক্ষা করি, তুমি আসবে, এসে আমায় নিয়ে যাবে… তোমায় ছাড়া জীবন অর্থহীন। এই ফাঁকা জায়গা কীভাবে পূর্ণ হবে সুশান্ত? অথচ দেখ, তোমায় ছাড়া, আমি দাঁড়িয়ে রয়েছি। প্লিজ ফিরে এস।”
এছাড়া সাম্প্রতিক খবর, বিগবসের ১৫ সিজনে নাকি দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন অঙ্কিতা লেখান্ডেরও ওই শো’ য়ে অংশ নেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। যদিও অঙ্কিতা তা গুজব বলে উড়িয়ে দেন। রিয়া যদিও এ নিয়ে এখনো মুখ খোলেননি। তাই জল্পনা বাড়ছেই।
মুম্বাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিয়ার কাছে নাকি অফার পৌঁছেছে। রিয়া যদি বিগবস হাউজে প্রবেশ করে তবে দর্শকমহলে এর দ্বৈত প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুশান্ত কাণ্ডের পর বিগবসই হবে রিয়ার প্রথম কাজ। সুশান্তের মৃত্যুর পর তাকে নিয়ে কম আলোচনা হয়নি, সেই আলোচনার রেশ আছে এখনো। তাই রিয়া যদি বিগবসে ঢোকেন তবে তা হতে পারে ওই রিয়ালিটি শো’র তুরুপের তাস। হয় জনপ্রিয়তা পৌঁছে যাবে শিখরে, নয় কমতে শুরু করবে হুড়হুড় করে। এমনটাই মনে করছে সবাই।
Posted ১২:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar