অনলাইন ডেস্ক | ২৭ জুলাই ২০১৭ | ২:৫৭ অপরাহ্ণ
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। দেড় বছর আগে ‘একই বৃত্তে’ ও ‘চেকপোস্ট’ নামে দুটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর কোনো নাটকে অভিনয় করেননি এই অভিনেত্রী। সম্প্রতি পারভেজ আমিন পরিচালিত ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটকে সজলের বিপরীতে অভিনয় করেছেন তিনি। নাটকটি প্রসঙ্গে কথা বলেছেন তিন্নি।
প্রশ্ন: দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন। মাঝেমধ্যে হারিয়ে যাওয়ার কারণ কী?
শ্রাবস্তী দত্ত তিন্নি : আমি এখন হুটহাট করে কাজ করতে পছন্দ করি। বাইরে যখন বের হই তখন অনেক ভক্ত বলেন, ‘আপনি তো সাক্ষাৎকারে বলেছেন, অভিনয়ে নিয়মিত হবেন। তাহলে কাজ করেন না কেন?’ এমন প্রশ্ন শুনতে ভালো লাগে এই ভেবে যে, দর্শক এখনো আমাকে চান। শুধু তাঁদের জন্য সিদ্ধান্ত নিয়েছি মিডিয়ায় কাজ করব। এ জন্য মিডিয়ার সবার সহযোগিতাও প্রয়োজন।
প্রশ্ন : আপনার কাজ কমিয়ে দেওয়ার মূল কারণ কী?
শ্রাবস্তী দত্ত তিন্নি : আমি আসলে একটু অলস। অলসতা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।
প্রশ্ন : ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটকে কাজ করে কেমন লেগেছে?
শ্রাবস্তী দত্ত তিন্নি : সহশিল্পী হিসেবে সজল ছিল। তাই কাজটা করে আরাম পেয়েছি। শুটিংয়ের পুরো টিমও দারুণ ছিল।
প্রশ্ন : সজলের সঙ্গে তো প্রায় আট বছর পর অভিনয় করলেন…
শ্রাবস্তী দত্ত তিন্নি : হ্যাঁ, আসলে দীর্ঘদিন পর ওর সঙ্গে কাজ করা হলো। অনেক দায়িত্ববান অভিনেতা সজল। আমার ও সজলের মধ্যে কোনো মেকি বিষয় নেই। আমরা অনেক ভালো বন্ধুও। সারা জীবন যেন আমরা ভালো বন্ধু থাকতে পারি, এটাই চাই। আর সজলের প্রতি আমি কৃতজ্ঞও, কারণ সজল আমাকে অনেক গাইড করে। মিডিয়ায় আমার ভালো কিছু বন্ধু আছে। এটা ভেবে মাঝেমধ্যে নিজেকে ভাগ্যবান মনে হয়।
প্রশ্ন: অনেক দিন পরপর ক্যামেরার সামনে দাঁড়ান। অভিনয় করতে কি কোনো জড়তা কাজ করে?
শ্রাবস্তী দত্ত তিন্নি : একদম না। আমার জীবনে এত কিছু ঘটেছে যে সবকিছুই হয়তো ভুলে গিয়েছি; কিন্তু অভিনয় ভুলতে পারিনি। আমি অভিনয় ছেড়ে দেবো, তবে যখন আর অভিনয় করতে পারব না। ক্যামেরার সামনে সব সময় আমি অনেক ফ্রেন্ডলি। অ্যাকশন শব্দটা শোনার পরপরই অভিনয়টা ঠিকঠাক করতে পারি। সূত্র : এনটিভি