
ডেস্ক রিপোর্ট | শনিবার, ২২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে অভিমান করে অলিউর রহমান (১৭) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে পুলিশ। অলিউর কালুপাড়া গ্রামের হাচেন মোল্লার ছেলে এবং সরকারী গৌরনদী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
হাচেন মোল্লা জানান, গত বৃহস্পতিবার বাসা থেকে কিছু টাকা হারানো যায়। এ ঘটনায় পরিবার থেকে অলিউরকে সন্দেহ করা হয়। গত শুক্রবার দুপুরে এ নিয়ে অলিউরের মনোমালিন্য হয়। অলিউর টানা নেয়নি বলে দাবি করে। এরপর তার মা অলিউরকে দোষারোপ করে। এর জের ধরে শুক্রবার রাতের যে কোন সময় বিষপান করে অলিউর। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অলিউরকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক ছগির হোসেন জানান, অলিউরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Posted ১১:০৬ অপরাহ্ণ | শনিবার, ২২ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar