অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর ২০১৭ | ৭:৩৫ অপরাহ্ণ
পুলিশি শাস্তির ভয়ঙ্কর নিদর্শন! খালি গায়ে দাঁড়িয়ে আছে তিনজন। পরনে অন্তর্বাস ছাড়া আর কিছুই নেই। সেই অবস্থাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে যাচ্ছেন ওই তিন ব্যক্তি। গোটা বিষয়টি পরিচালনা করছেন এক পুলিশ অফিসার। ক্যামেরায় ধরা পড়েছে এমনই ছবি।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের কেরলে মালাপ্পুরমের তানুর থানায়। অভিযোগ, ওই তিনি ব্যক্তি এলাকায় ঝামেলায় জড়িয়ে পড়েন। আর তাই তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়। শাস্তি দিতে তাঁদের অর্ধনগ্ন করা হয়। শুরু হয় হাততালি পর্ব।