মোজাহিদ মহাসিন ইমন | ২৮ আগস্ট ২০১৭ | ৭:০১ অপরাহ্ণ
জনি, সম্পর্কিত যে কোন আকস্মিকতা মেনে নিতে -এ সমাজ ও পরিচিত বলয় প্রস্তুত ছিল। তার জীবনের প্রায় সবটুকুই আমাদের জানা। শুধুমাত্র অজান্তে রয়ে ছিল, অসময়ে চলে যাওয়ার এ মহাসত্যটুকু।
মৃত্যু যা অমান্যতার সুযোগ কারো নেই। নেই কোন ভিন্ন উপায় অন্তত। বাস্তবতার নিরিখে তার মৃত্যু আমাদের অনেক বেশী কষ্ট দিবে এটাই স্বাভাবিক। সঙ্গী হিসাবে তুলনাহীন নিদারুণ ছন্দপতনে ঠাসা সুগভীর বন্ধুত্বে পরিপূর্ণ ও বড় অসময়ে পরিসমাপ্ত একটি জীবন ও বন্ধু’র নাম ‘জনি’ ! তার এই অনাকাঙ্ক্ষিত শেষযাত্রা, সবাকে জানিয়ে যায়-
“মৃত্যু আমাদের অতি নিকটে, এমনকি জনির চাইতেও’।
অবশ্যই আমাদের প্রার্থনায় তিনি থাকবেন… ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।।