| ৩০ মার্চ ২০২০ | ৭:১৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে মানবিকতার টানে অসহায় মানুষদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ডিসি শাহিদা সুলতানা।
সোমবার দুপুরে তিনি সদর উপজেলার মানিকহার আশ্রয়ণ কেন্দ্রের অসহায় ১৭০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতি পরিবারে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক বোতল সয়াবিন তেল, একটি সাবান, একটি মাস্ক ও একটি করোনা সতর্কীকরণ লিফলেট বিতরণ করেন।
এসময় গোপালগঞ্জ সদরের ইউএনও মো. সাদিকুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মো. মানোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।