অগ্রবাণী ডেস্ক | ১৭ জুন ২০১৭ | ১০:৫৩ অপরাহ্ণ
অসামাজিক কার্যকলাপের অভিযোগে গাজীপুরের টঙ্গী ও কোনাবাড়ী এলাকার বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে ৭৬ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোমিনুল ইসলাম জানান, গাজীপুরে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে—এমন খবরের ভিত্তিতে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী এলাকায় হলিডে, বন্ধন ও লতিফ আবাসিক হোটেল এবং কোনাবাড়ী এলাকায় অতিথি, ড্রিমল্যান্ড, রোজ গার্ডেনসহ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে ওই সব আবাসিক হোটেল থেকে ৪০ জন পুরুষ ও ৩৬ জন নারীকে আটক করা হয়।
এর আগে গতকাল শুক্রবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুটি আবাসিক হোটেলে গাজীপুরের জেলা প্রশাসন অভিযান চালিয়ে ৬৭ জন নারী-পুরুষকে আটক করে। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।