অনলাইন ডেস্ক | ২৫ জুন ২০১৮ | ৬:২২ পূর্বাহ্ণ
বলিউডের অন্যতম দাপুটে অভিনেতা ইরফান খান অসুস্থ। দূরারোগ্য নিউরোএন্ডোক্রিন ক্যানসারে আক্রান্ত হয়েছেন ইরফান। কিছুদিন আগে নিজেই ভক্তদের একথা জানান অভিনেতা। ইরফানের এই দুঃসময়েই সহকর্মী শাহরুখ খান পাশে দাঁড়ালেন তার।
শনিবার ছবির শুটিংয়ে মুম্বাইয়ে মেহবুব স্টুডিওতে ছিলেন শাহরুখ। হঠাৎ তাকে ফোন করেন ইরফান খানের স্ত্রী সুতপা। জানান, এদিনই চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন ইরফান। তবে যাওয়ার আগে তার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন ইরফান।
এ খবর শোনার পর একমুহূর্তও সময় নষ্ট করেননি বলিউড বাদশা। ইরফানের মাড আইল্যান্ডের উদ্দেশে রওনা হন তিনি। সৌজন্য সাক্ষাতের পর অসুস্থ অভিনেতাকে চমকে দিয়ে নিজের লন্ডনের বাড়ির চাবি দেন তার হাতে। কিং খানের এমন সহযোগিতায় অভিভূত খান দম্পতি।
বর্তমান সময়ে বলিউডের নামী অভিনেতা ইরফান খান। অনেকেই হয়তো জানেন না অনেক আগেই শাহরুখের সঙ্গে স্ক্রীন শেয়ার করছেন তিনি। তখন দর্শকরাও আলাদাভাবে তাকে চিনতেন না। শাহরুখের সঙ্গে ‘বিল্লু বারবার’ ছবিতে কাজ করেছিলেন ইরফান। আর এই কমেডি হিন্দি ছবির সূত্র ধরেই তাদের বন্ধুত্বের শুরু। এদিকে চিকিৎসার জন্য আজকেই লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন ইরফান।