অনলাইন ডেস্ক | ১০ জুন ২০১৭ | ১১:২২ পূর্বাহ্ণ
বাংলাদেশ না অস্ট্রেলিয়া কে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তা নির্ধারণ হবে আজ। শনিবার বার্মিংহ্যামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই। এই ম্যাচে ইংল্যান্ড জিতলে তারা অপরাজিত হিসেবে উঠে যাবে সেমিফাইনালে। সঙ্গে সেমিতে ওঠে যাবে বাংলাদেশকেও। আর যদি ইংল্যন্ড হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়াই উঠে যাবে সেমিতে।
তবে খেলাটি যেহেতু এজবাস্টনে। সে কারণে, আশা করা যায় বৃষ্টিতে পণ্ড হওয়ার সম্ভাবনা আছে ম্যাচটি। বৃষ্টির কারণে ম্যাচটি ফলের মুখ না দেখলে, বাংলাদেশই উঠে যাবে সেমিতে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সমান তিন পয়েন্ট কোনো কাজেই আসবে না।
অতএব বলাই যায়, আজ বার্মিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ইংল্যান্ডের দিকে তাকিয়ে থাকা ছাড়া বাংলাদেশ করার কিছুই নেই। ইংল্যান্ড জিতলেই কেবল কপাল খুলবে বাংলাদেশের।
গতকাল অবিশ্বাস্য এক জয় উপহার দিয়ে নিউজিল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ ব্যাটিংয়ে পাঁচ উইকেটে নিউজিল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। সে সঙ্গে নিজেদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখে টাইগাররা।
আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জিতে গেলে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয়টির আর কোনো মূল্যই থাকবে না। বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়াকে অবশ্যই হারতে হবে। অথবা ম্যাচটি পরিত্যক্ত হতে হবে। তাই পুরো বাংলাদেশের সমর্থকদের চাওয়া থাকবে একটাই, ইংল্যান্ডের জয়।
ইংল্যান্ড দলের সম্ভাব্য একাদশ: জেসন রায়, অ্যালেক্স হেলস, জস বাটলার (উইকেট রক্ষক),মরগান (অধিনায়ক), জো রুট, স্যাম বিলিংস, বেন স্টোকস, মঈন আলী, আদিল রশীদ, ক্রিস ওকস, স্টিভেন পিন।