মোঃ লুৎফুর রহমান, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় | ১৪ ডিসেম্বর ২০১৭ | ১১:০৭ অপরাহ্ণ
৩ বছর পর অাসলাম দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত শ্যামলীর অাশা ইউনিভার্সিটির মাঠটিতে।
ভাড়াটে সেই বাসায় গেলাম বাড়ির মালিক সহ সব সেক্টরেই পরিবর্তন। কয়েক বছরের বসবাসের জায়গাটিতে পরিচিত কাউকে পেলাম না খুঁজে।
সময় অনেক পেরিয়েছে,মানুষগুলোও অনেক বদলেছে। অামিও নেই অার অাগের জায়গায়,অনেক বড় স্বার্থপর হয়েছি সময়ের প্রয়োজনে।
অাজ যাদের সাথে সময় কাটছে এভাবেই তারাও পড়ে যাবে নিখোঁজদের কাতারে। তখন অনেক মিস করবো অার পুরনো জায়গায় গিয়ে চোখের জল ফেলবো। এটাই বাস্তবতা।
তাই অাসুন সবাই সবাইকে ভালোবাসি, যেনো বর্তমান থেকে কেউ হারিয়ে যাওয়ার পরেও মনে পড়লে কাঁদতে পারি।