অনলাইন ডেস্ক | ১১ জুলাই ২০১৭ | ৮:৩৪ অপরাহ্ণ
ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক গর্ভনর মরহুম অ্যাডভোকেট সামসুদ্দিন মোল্যার মৃত্যুবার্ষিকী সোমবার নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। সকালে মরহুমের কবর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। দুপুরে শহরের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরন করা হয়। বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় দোয়া মাহফিলের
মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ফরিদপুর প্রেসক্লাব। প্রেসক্লাবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। প্রেসক্লাবের সহ সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জোবাইদা শামসুদ্দিন, অধ্যাপক মতিন ফকির, জগদীশ চন্দ্র ঘোষ, আমিনুর রহমান ফরিদ, কামরুজ্জামান কাফি, মাহাবুবুল ইসলাম পিকুল। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ আকবর হোসেন, মশিউর রহমান খোকন, নির্মলেন্দু চক্রবর্তী শংকর, জুবায়ের জাকির, শফিকুল ইসলাম মনি, এম এ আজিজ, আতম আমির আলী টুকু, আবুল হোসেন আজাদ, কামরুজ্জামান সোহেল, কে এম রুবেল, রেজাউল করিম, জাকির হোসেন, তরিকুল ইসলাম হিমেল প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।