অগ্রবাণী ডেস্ক | ০২ জুলাই ২০১৭ | ৭:২৭ অপরাহ্ণ
মহিউদ্দিন হাওলাদার কে সভাপতি ও সোনালী ব্যাংক লিমিটেড এর আনিচ মুন্সী কে সাধারণ সম্পাদক করে অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় ।
১ জুলাই ২০১৭ শনিবার মতিঝিল এর পাঁচফোড়ন রেস্টুরেন্ট এ অ্যাসোসিয়েশন এর এক বিশেষ সাধারণ সভায় উপস্থাপিত কমিটি সর্বসম্মতক্রমে অনুমোদিত হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংক লিমিটেড এর ডিজিএম মোয়াজ্জেম হোসেন কে সহসভাপতি, অগ্রণী ব্যাংকের এজিএম রেবেকা সুলতানাকে সহসভাপতি, কৃষি ব্যাংকের ডিজিএম আমিনুল বাহারকে সহ সভাপতি, রূপালী ব্যাংক এর ডিজিএম অশোক সিংহ রায়কে সহ সভাপতি ও বেসিক ব্যাংকের শংকর তালুকদারকে সহসভাপতি করা হয়। এছাড়া আসাদুজ্জামান খান ও আবুল কাশেমকে যুগ্ম সাধারণ সম্পাদক, আশিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, আলী আহাদ হাওলাদারকে দপ্তর সম্পাদক, খন্দকার আনোয়ারুল ইসলাম কে কোষাধ্যক্ষ/ অর্থ সম্পাদক, জসিম রেজাকে প্রচার সম্পাদক, মুন্সী শামীম আহমেদকে সমাজ সেবা সম্পাদক, খন্দকার শামসুল হক ইভানকে সাংস্ককৃতিক সম্পাদক, মোঃ শামীম ফকিরকে আর্থিক প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক ও মনিরুজ্জামান সুমনকে প্রকাশা সম্পাদক করা হয়। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে খুব শীঘ্রই অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ এর আনুষ্ঠানিক কার্যক্রম করবে।
উল্লেখ্য যে ব্যাংকিং সেক্টর এর পেশাদারী প্লাটফর্ম না থাকায় আনিচ মুন্সী অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ প্রতিষ্ঠা করেন এবং ২০১৩ সাল থেকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন কালে ব্যাংকারদের জন্য অনেক সফল প্রোগ্রাম বাস্তবায়ন করেন ।