অনলাইন ডেস্ক | ০৪ এপ্রিল ২০১৭ | ১০:৩৭ পূর্বাহ্ণ
আইএস অধ্যুষিত ইরাকের এরবিল শহরে আটকে থাকা ৩৩ জন ভারতীয়কে উদ্ধার করে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ৩২ জন তেলেঙ্গানার বাসিন্দা এবং ১ জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রয়েছেন। এদিন দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামেন তারা। দুই রাজ্যের সরকার ও কেন্দ্রের মদদে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া ভারতীয়দের অনেকেরই অভিযোগ, কাজ দেওয়ার নাম করে ইরাকে নিয়ে যাওয়ার পর, তাদের এজেন্ট বিশ্বাসঘাতকতা করেছেন। এখনও তাদের মতো অনেকেই সেখানে আটকে রয়েছেন। ‘এর আগে ৩৫ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে। এবার আমরা মোট ৩৩ জন রয়েছি। যে ব্যক্তি কাজ দেওয়ার নাম করে আমাদের ইরাকে নিয়ে গিয়েছিল, সেই আমাদের ঠকিয়েছে। আমাদের মতো অনেকেই সেখানে আটকে রয়েছে। ’ জানিয়েছেন দেশে ফেরত আসতে পারা দলটির এক সদস্য।
এর আগে যুদ্ধবিধ্বস্ত ইরাকের কিরকুক থেকে ১১ জন নার্সকে নিরাপদভাবে দেশে ফেরানো হয়েছিল। এছাড়া গত বছর আইএস জঙ্গিদের হাতে অপহৃত হয়েছিলেন ক্যাথলিক চার্চের ফাদার টম উহুন্নালিল। ভারত সরকার এখনও তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।