অগ্রবাণী ডেস্ক | ০৬ এপ্রিল ২০১৭ | ৭:৪৩ অপরাহ্ণ
ক্যারিবিয়ান ক্রিকেটারদের রঙিন জীবনের কথা প্রায়ই শোনা যায়। ক্রিস গেইল তার জ্বলন্ত উদাহরণ। পিছিয়ে নেই ডোয়েন ব্র্যাভো। আইপিএল টেন-এ মাঠে নামার আগে টিভি সঞ্চালক অনুশা দান্দেকরকে ‘কিউট ফ্রেন্ড’ বানালেন গুজরাট লায়ন্সের এই ক্যারিবিয়ান ক্রিকেটার৷
অনুশার সঙ্গে তাঁর ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেও ফেললেন আইপিএল অন্যতম এই সফল ক্রিকেটার। শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে আইপিএল টেন-এ অভিযান শুরু করছে গুজরাট লায়ন্স। কিন্তু উরুর চোটের জন্য এই ম্যাচ বটেই, টুর্নামেন্টের প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না ব্র্যাভো। মাঠের ব্যস্ততা না থাকায় নতুন বান্ধবী’র সঙ্গে চুটিয়ে সময় কাটালেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। তাঁর ইন্টারভিউ নেওয়ার সময়ই অনুশাকে বান্ধবী বানিয়ে ফেলেন ব্র্যাভো। আইপিএল’র নবম সংস্করণে অভিষেক হয় গুজরাট লায়ন্সের। এ নিয়ে দ্বিতীয়বার ভারতীয় ক্রিকেটে মিলিয়ন ডলার বেবি’ টুর্নামেন্টে নামবে লায়ন্সরা।
-এলএস