| ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | ৯:১৫ পূর্বাহ্ণ
প্রায় প্রত্যেকের পকেটে থাকা ‘স্টেটাস সিম্বল’ স্মার্টফোন ক্রমশ হয়ে উঠছে বিপজ্জনক। একের পর এক ব্যাটারি বিস্ফোরণে শিরোনামে জায়গা করেছিল স্যামসাং গ্যালাক্সি নোট ৭। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলল আরেকটি ঘটনা। এবার বিস্ফোরণ আইফোন সেভেন প্লাস’র ব্যাটারিতে।
গত বুধবার, আমেরিকার ব্রিয়ানা অলিভাস নামের এক তরুণী টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, একটি আইফোন গলে গিয়ে বেরিয়ে আসছে ধোঁয়া। পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। তারপরই অ্যাপল থেকে যোগাযোগ করা হয় ওই তরুণীটির সঙ্গে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |