
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | প্রিন্ট
তিন মাস পর স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কন্যা আইরাকে পেয়ে উচ্ছ্বসিত সৃজিত মুখোপাধ্যায়। গত সপ্তাহে পরিবারের পুর্নমিলনের সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে।
আজ মঙ্গলবার ফেসবুকে সৃজিত জানালেন আইরার চোখের অস্ত্রোপচার হবে। সেই অপেক্ষাতেই রয়েছেন তিনি।
ফেসবুকে প্রকাশিত সেসব ছবিতে দেখা গেছে, এক বেসরকারি হাসপাতালের সোফার উপর পা তুলে, গালে হাত দিয়ে বসে আছে ছোট্ট আইরা। মেয়েকে আগলে ধরে আছেন সৃজিত। আইরার চোখে চশমা, মুখে মাস্ক। সৃজিতও করোনা সতর্কতায় মুখে মাস্ক দিয়েছেন। তবে হাসপাতালের সেসব ছবিতে নেই মিথিলা।
ক্যাপশনে পরিচালক লিখেছেন, আমার রাজকন্যার চোখের অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছি।
সৃজিতের পোস্টের কমেন্ট বক্সে বন্ধু ও অনুরাগীরা শুভ কামনা জানিয়েছেন, আইরা দ্রুত সেরে উঠবে, চিন্তার কোনো কারণ নেই। তবে চোখে ঠিক কী সমস্যা হয়েছে আইরার তা স্পষ্টভাবে কিছু জানাননি সৃজিত।
তাহসান ও মিথিলার একমাত্র কন্যা আইরা। মিথিলার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর আয়রাকে নিজের মেয়ের মতোই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ২০১৭ সালে মিথিলা-তাহসানের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকে আইরা, তবে বাবার সঙ্গেও মেয়ের সখ্যতা বজায় রয়েছে পুরো মাত্রায়। বাংলাদেশে থাকলে বাবার সঙ্গে সময় কাটাতে ভোলে না আইরা।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar