
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
আতাউর রহমান খাঁন বাদল একজন নম্ন, ভদ্র, বিনয়ী ও কর্মী বান্ধব আওয়ামী লীগ নেতা। সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি দলের রাজনীতিতেও রেখেছেন সফলতার ছাপ। তিনি আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ।
১৯৯১ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন আতাউর রহমান বাদল। এরপর ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দীর্ঘদিন যুবলীগের রাজনীতিতে সক্রিয় থেকে বর্তমানে উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩০ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
রাজনীতির মাঠ থেকে শুরু করে সব ধরনের সামাজিক কর্মকাণ্ড পাওয়া যায় আতাউর রহমান বাদলকে। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যে কোন বিপদে আপদে, প্রয়োজনে খুব সহজেই তাকে কাছে পায়। রাজধানীর বৃহত্তর উত্তরায় মাটিতে জন্ম নেওয়া এ মানুষটি সুখে দু:খে সবার পাশে থাকেন।
একান্ত আলাপচারিতায় উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আতাউর রহমান খাঁন বাদল জানান, তার নিজের জন্য চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি নিজেকে মানুষের কল্যাণে উৎসর্গ করতে চান।
Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar