
| মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | প্রিন্ট
আগামী ৭২ ঘণ্টায় দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
Posted ৫:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar