নিজস্ব প্রতিবেদক | ০৩ অক্টোবর ২০১৭ | ৮:৩৬ অপরাহ্ণ
আজকের অগ্রবাণীর সিলেট প্রতিনিধি হামিদা আক্তার সাওদার মামা সিলেট জেলার ওসমানী নগর থানার আতাউল্লাহ গ্রামের মৃত্যু আঃ লতিফ মাষ্টারের ছেলে আঃকাইয়ুম তালেব ৪৫ আজ মঙ্গলবার নর্থ ইষ্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫-৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্নানিল্লাহে………রাজেউন। তার মৃত্যুতে দৈনিক আজকের অগ্রবাণীর সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষহতে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। কামনা করছি তার বিদেহী আত্মার মাগফেরাত। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।