
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | প্রিন্ট
বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। করোনার কারণে তার মৃত্যুবার্ষিকী ঘিরে নেই বিশেষ আয়োজন। গত বছরের এ দিনে জীবনের পিঞ্জর ছিন্ন করে অনন্তের পথে পাড়ি দিয়েছেন ৬৫ বছর বয়সী এই জননন্দিত শিল্পী। তার শূন্যতা কখনও পূরণ হবে না বলে মনে করেন দেশের সংস্কৃতি অঙ্গনের গুণী ব্যক্তি এবং সংগীতপ্রেমীরা।
‘জীবনের গল্প আছে বাকি অল্প’হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘পড়ে না চোখের পলক’সহ পাঁচ হাজারের বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি হয়েছেন প্লেব্যাক সম্রাট।
১৯৫৫ সালের ৮ নভেম্বর রাজশাহীতে জন্ম নেওয়া এই শিল্পীর গানের হাতেখড়ি হয় ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর কাছে। প্লেব্যাক শুরু করেন ১৯৭৭ সালে। সুরকার আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ ছবির মধ্য দিয়ে তার শুরু। তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar