নিজস্ব প্রতিবেদক: | ১২ জুলাই ২০১৭ | ১১:৫৯ অপরাহ্ণ
বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী, সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের সভাপতি ও দৈনিক আজকের অগ্রবাণীর প্রধান সম্পাদক ডক্টর শেখ সালাহউদ্দিন আহমেদ আজ ৪৮তম জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে তিনি মাদারীপুর জেলার শিবচরে জন্মগ্রহণ করেন।
আইনজীবির পাশাপাশি ডক্টর শেখ সালাহ্উদ্দিন আহমেদ একজন মানবাধীকার কর্মী, কলাম লেখক ও খ্যাতিমান টেলিভিশন আলোচক।
ডক্টর শেখ সালাহ্উদ্দিন আহমেদ আন্তর্জাতিক ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ এবং ওয়ার্ল্ড ওয়াইড মাইগ্রেশন কনসালট্যান্টস লিমিটেডের চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট।
ইতিপূর্বে ডক্টর শেখ সালাহ্ উদ্দিন আহমেদের আইন ও কলাম বিষয়ক কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১৩ সালের বই মেলায় প্রকাশিত তার লেখা যুদ্ধাপারাধীদের ফাঁসি চাই বইটি পাঠক মহলে বেশ আলোচিত হয়েছে। ২০১৫ সালে সময়ের ভাবনা-১ ও ২ এবং ২০১৬ সালে সময়ের ভাবনা-৩ প্রকাশিত এবং ২০১৭ সালে সময়ের ভাবনা-৪ প্রকাশিত হয়েছে।
এই ব্যক্তির জন্মদিনে দৈনিক আজকের অগ্রবাণীর শুভ কামনা, শুভ জন্মদিন। তাইতো কবির ভাষায় বলতে হয়,
আজকেরই এই দিনে/ সবকিছু হউক নতুন করে/ সুখের স্মৃতিটুক থাক কাছে/ দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে/ রেখোনা আর মনে/ নব উদ্দমে কাজ করো/ নতুন এই দিনে।