খুরশিদ হায়দার টুটুল, মেয়র মাগুরা পৌরসভা | ১৫ আগস্ট ২০১৭ | ৭:২৩ অপরাহ্ণ
আজ ১৫ ই আগস্ট, জাতীয় শোক দিবস।আজকের এই দিনে বাংলাদেশ স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়ান দিবস। আজকের এই দিনে ১৯৭৫ সালে মহান এই বিশ্ব নেতা ও তার পরিবার কে নির্মম ভাবে হত্যা করা হয়। জাতি আজ ও অশ্রুসিক্ত হয় তার ও তার পরিবারের উপর বর্বর ভাবে গুলি বর্ষন এর ঘটনায়। আজও লাখো শহীদের রক্ত আর্তনাদ করে! স্বাধীনতার এই মহানায়ক এর হত্যাযজ্ঞের ঘটনায়। এখনো সেই হায়ানার দল বিশ্ববুকে হেটে চলে। জাতি এই হত্যাকারিদের বিচার চাই। এই পশুর দল আমাদের ইতিহাস কলঙ্কিত করেছে। কাঁদিয়েছে সকল বাঙালীকে। স্বপ্ন ভেঙ্গে চুরমার করেছে কোটি বাঙালীর।
আজ পৃথিবী শোকাহত, বাংলাদেশ শোকাহত, মাগুরাবাসী শোকাহত, আমি খুরশিদ হায়দার টুটুল মাগুরা পৌরবাসীর পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের উপর নিষ্ঠুর ভাবে চালানো হত্যযজ্ঞের বিচার চাই। বিচার চাই দেশদ্রোহী ঐ সকল ঘাতকদের।