অনলাইন ডেস্ক | ২০ জুন ২০১৮ | ৫:৫২ পূর্বাহ্ণ
রাশিয়া বিশ্বকাপকে কি শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের আসর হিসেবে চিহ্নিত করা হবে কিনা কে জানে? কেননা ইতোমধ্যে ৫টি আত্মঘাতী গোল হয়েছে এই মঞ্চে!
কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্বকাপ আসরে আত্মঘাতী গোলের সর্বোচ্চ রেকর্ড কতগুলো? বা কোন আসরে? ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে সর্বমোট ৬টি আত্মঘাতী গোল হয়ে এখন পর্যন্ত রেকর্ডের পাতায় রয়েছে।
তবে মজার ব্যাপার রাশিয়ায় ইতোমধ্যে গ্রুপ পর্ব অর্ধেক না পেরুতেই রেকর্ডের খুব কাছাকাছি। তাই হয়তো ফ্রান্সকে হটিয়ে রাশিয়াই ইতিহাসের পাতায় বাজে এই রেকর্ডটি লেখাবে।
সর্বশেষ রাশিয়ার বিপক্ষে মিশরের ম্যাচে আত্মঘাতী গোল দেখা যায়। মিশরীয় ফুটবলার আহমেদ ফাতি এমন কাজ করে দলকে পিছিয়ে দেন। শেষ পর্যন্ত রাশিয়া ৩-১ গোলে ম্যাচটি জেতে।