নিজস্ব প্রতিবেদক: | ০৬ আগস্ট ২০১৭ | ১২:৪১ অপরাহ্ণ
স্বপ্ন দেখতে ভালোবাসেন। মিডিয়াতে কাজ করছেন খুব বেশী দিন নয়। কিন্তু তার কাজের নৈপুন্যতা, কাজের প্রতি কমিটমেন্ট এর কারণে মিডয়াতে জায়গা করে নিয়েছেন ফ্যাশন জগতে র্যাম্প মডেল দিয়ে।
ইতিমধ্যে বেশ কয়েকটি স্বনামধন্য ফ্যাশন হাউজের মডেল হয়েছেন। করেছেন জমকালো সব ফ্যাশন শো। এস এ টিভি, মাছরাঙা, বৈশাখী টিভি, মাই টিভি, এটিএন বাংলা,দেশ টিভি সহ বিভিন্ন প্রাইভেট টিভি চ্যানেলগুলো তে ফ্যাশন অনুষ্ঠানে নিয়মিতভাবেই অংশ নিচ্ছেন। আত্মপ্রত্যয়ী সারাকা মজুমদার মিডিয়াতে নিজের অবস্থানকে সমৃদ্ধ করতে মানসম্পন্ন কাজ করে এগিয়ে যেতে চান সামনের চলার পথে।