
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
শ্বাসরুদ্ধকর অভিযানে ‘আত্মহত্যা করতে যাওয়া যুবককে উদ্ধার’ করা সাভার মডেল থানার সেই উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান ঢাকা জেলার শ্রেষ্ঠ সাহসী অফিসার নির্বাচিত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে ঢাকা জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় দক্ষতার জন্য তাকে এ সম্মাননা তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার। এ সময় ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, ঢাকা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ মাসুম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৮ জানুয়ারি ঢাকার অদূরে সাভারে জাতীয় জরুবি সেবা নম্বর ৯৯৯-এ আসা ফোন পেয়ে রুদ্ধশ্বাস অভিযানে আত্মহত্যা করতে যাওয়া এক যুবককে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এই অভিযানের নেতৃত্ব দেন নূর মোহাম্মদ।
তিনি নরসিংদী জেলার বেলাব থানার ইখতিয়ার উদ্দিন খানের ছেলে। ৩৫তম পুলিশ ক্যাডেটে (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সাহসিকতার সাথে প্রশিক্ষণ শেষে বিভিন্ন থানায় দ্বায়িত্ব পালনের পর বর্তমানে ঢাকা জেলার সাভার মডেল থানায় কর্মরত আছেন।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar