
ডেস্ক | রবিবার, ২২ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাসের কারণে দেশের সব আদালত বন্ধ করার বিষয়ে পরামর্শ দিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রবিবার বেলা ১১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় অ্যাটর্নি জেনারেল প্রবেশ করেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, এই সংকটময় মুহূর্তে আদালত বন্ধ করার বিষয়ে প্রধান বিচারপতিকে পরামর্শ দেব। এদিকে আদালত বন্ধ রাখার বিষয়ে সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, আমরাও এই মুহূর্তে আদালত বন্ধ রাখার পক্ষে। আগামীকাল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এ বিষয়ে জানাবো।
Posted ১:৫৯ অপরাহ্ণ | রবিবার, ২২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar