অগ্রবাণী ডেস্ক: | ০৮ মার্চ ২০১৭ | ২:৩৫ অপরাহ্ণ
সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামি বদরুল আলমকে যাবজ্জীবন কারাণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খাদিজার চাচা ও মামলার বাদী আবদুল কুদ্দুস। তবে, অসন্তুষ্ট আসামি পক্ষ।
রায় ঘোষণার পর বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, আমরা এমন রায়ে সন্তুষ্ট হতে পারিনি। উচ্চ আদালতে আপিল করবো। আশা করি সেখানে আমার মক্কেল খালাস পবেন।
তিনি বলেন, এ রায়ে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাই, আমার মক্কেলকে যাবজ্জীবন দন্ড প্রদান করেছেন আদালত।
বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এই রায় প্রদান করেন।
-এলএস