অগ্রবাণী ডেস্ক | ১৯ মে ২০১৭ | ১১:১০ অপরাহ্ণ
আফগানিস্তানে কয়েকটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর নতুন অভিযানে অন্তত ১১৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার মন্ত্রণালয়ের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানায়, “আফগান জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘণ্টায় আলাদা আলাদাভাবে কয়েকটি প্রদেশে জঙ্গি নির্মূল অভিযান চালিয়েছে।”
বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এ অভিযানের সময় জঙ্গিদের অস্ত্রও দখল করেছে এবং রাস্তার ধারে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করেছে।
গত দু’বছরে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর থেকে দেশটিতে তালেবান জঙ্গিদের বাড়তে থাকা হামলা ঠেকাতে আফগান নিরাপত্তা বাহিনী আপ্রাণ লড়াই করে যাচ্ছে।