
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আফগান কর্মকর্তারা জানান, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে।
ভূমিকম্পের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছে। আহত হয়েছেন আরও চারজন। ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে সাত শতাধিক বাড়িঘর।
আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি। এই অঞ্চলটি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের কাছে অবস্থিত।
এর আগে, ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রাণ হারান ২৮০ জন।
Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar