অনলাইন ডেস্ক: | ২২ জুলাই ২০১৭ | ১১:১৪ অপরাহ্ণ
আফগানিস্তানের দক্ষিণাঞ্চল থেকে ৭০ জন গ্রামবাসীকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে অন্তত সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার কান্দাহারের একটি মহাসড়ক থেকে তাদের অপহরণ করা হয় বলে শনিবার রাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এই ঘটনার জন্য তালেবান বিদ্রোহীদের অভিযুক্ত করছে পুলিশ।
কান্দাহার প্রদেশ পুলিশের প্রধান আবদুল রাজিক এএফপিকে বলেন, প্রায় ৩০ জন গ্রামবাসীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে এখনো আরও ৩০জন নিখোঁজ রয়েছেন।
পুলিশ প্রধানের এ দাবির কথা নিশ্চিত করেছেন কান্দাহার এবং কাবুলের স্বাধীন মানবাধিকার কমিশনের কর্মকর্তারা।