
| শুক্রবার, ০৬ মার্চ ২০২০ | প্রিন্ট
আফগানিস্তানের রাজধানীতে শুক্রবার (৬ মার্চ) এক সংখ্যালঘু শিয়া নেতার স্মরণসভায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৭ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫৫ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার বলেন, আহতদের কাবুলের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।
হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুত্রপাত্র নাসরাত রহিমি জানিয়েছেন। দেশটির প্রধান নির্বাহী ও গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে থাকা শীর্ষ প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহসহ কয়েকজন প্রখ্যাত রাজনৈতিক নেতা অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করতে পেরেছেন।
আফগান নিরাপত্তা বাহিনী একটি নির্মাণাধীন ভবন থেকে বন্দুকধারীদের হটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে রহিমি জানিয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে। এদিকে, হামলার পেছনে জড়িত থাকার কথা তালেবানরা অস্বীকার করেছে। আর অন্য কেউ এখনও দায় স্বীকার করেনি।
Posted ৮:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar