
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৮ জুন ২০২২ | প্রিন্ট
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের অনেক জায়গায় আবারও ভারি বৃষ্টি হতে পারে। বাকি চার বিভাগের কিছু জায়গাতেও এ সময়ে বৃষ্টি হতে পারে। আর আগামী তিন দিন এ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
Posted ৩:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুন ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar