অগ্রবাণী ডেস্ক | ২৭ জুন ২০১৭ | ১০:১৫ পূর্বাহ্ণ
বয়স যতই বাড়ুক, সৌরভ গাঙ্গুলি নামটার সঙ্গে জুড়ে থাকবে ক্রিকেট ব্যাট-বল আর ২২ গজের পিচ। বিভিন্ন মানুষের সমালোচনার মুখে পড়লেও, লর্ডস-এর মাঠে সৌরভের জার্সি উড়িয়ে ‘দাদাগিরি’ আজও বাঙালির কাছে প্রিয়।
শেষ বার ক্রিকেট হাতে খেলার মাঠে দেখা গিয়েছিল ২০১২ সালের আইপিএল ম্যাচে। পুনে ওয়ারিয়র্স দলের অধিনায়কত্ব করেছিলেন। ২৯ অক্টোবর, ২০১২ সালে জানিয়ে দেন পরের মরসুম থেকে আর মাঠে দেখা যাবে না তাকে। ভক্তদের মন ভেঙেছিল সেদিন।
কিন্তু ‘দাদাগিরি’ থেমে যায়নি। কখনও ধারাভাষ্যে, বা কখনও রিয়্যালিটি শো-তে মানুষ সাক্ষী থেকেছে তার দাদাগিরির। এবার ভাইরাল হল, পাড়ার গলিতে মহারাজের ছক্কা মারার দৃশ্য। সেই একই রকম আত্মবিশ্বাস ও আগ্রাসন নিয়ে গলিতে ব্যাটিং করছেন মহারাজ।
সৌরভেরই একটি ফ্যান পেজ থেকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওটি। আরেক বার মহারাজের ‘বাপি বাড়ি যা’ দেখার সুযোগ কে আর হাতছাড়া করতে চায়!