অনলাইন ডেস্ক | ১৭ জুন ২০১৮ | ৮:২৩ অপরাহ্ণ
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে নেইমার, থিয়াগো সিলভা, হুলিও সিজারদের জাতীয় সঙ্গীতের সময় কাঁদতে দেখা গিয়েছিল। তাদের এমন আবেগ পছন্দ হয়নি ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোর। আবেগি হয়ে না মাঠে কিছু করে দেখাতে বলেছেন এ ব্রাজিলিয়ান কিংবদন্তি।
সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নেইমারদের উদ্দেশ্যে রিভালদো বলেন, ‘আপনার বিশ্বকাপ জেতার ব্যক্তিত্ব থাকতে হবে। এটা আপনার ক্লাবের খেলার মত নয়। এখানে সবকিছুই কঠিন। তারা সবাই দারুণ খেলোয়াড়; কিন্তু তারা ভক্তদের প্রত্যাশার চাপের কারণে ভীত হতে পারে। তাদের ভুলে যেতে হবে ব্রাজিলে ২০০ মিলিয়ন মানুষ তাদের দেখছে।’
জাতীয় সঙ্গীত বাজার সময় কাঁদা যাবে না, এমন পরামর্শ দিয়ে রিভালদো বলেন, ‘আপনাকে শান্ত হতে হবে এবং আনন্দের সাথে খেলতে হবে। জাতীয় সঙ্গীতের সময় কাঁদা যাবে না। আবেগটি অনুভব করতে হবে এবং সে আগুনকে মাঠে ছড়িয়ে দিতে হবে; কিন্তু কোন কান্না নয়। আমি এটার বিপক্ষে। এটি দুর্বলতার একটি চিহ্ন।’