অনলাইন ডেস্ক | ০৪ জুলাই ২০১৮ | ১০:১৬ অপরাহ্ণ
ভারতের প্রথম সুপারস্টার প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। ২০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে জাহ্নবীর অভিনীত প্রথম ছবি ‘ধাড়াক’। ৩ জুলাই, মঙ্গলবার মুম্বাইয়ের বিমানবন্দরে ছবিটির প্রচারণায় অংশ নিতে দেখা যায় তাকে। সেদিন ‘ধাড়াক’ ছবির প্রচারণা নিয়ে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, সেই অনুষ্ঠানে খোলা পায়ের শুভ্র রঙের একটি আদেনময়ী ছোট কাপড়ের পোশাক পরে অনেকের দৃষ্টি কেড়েছেন অভিনেত্রী জাহ্নবী। লুইসা বেকারিয়ার নকশা করা ফুল হাতার সাদা পোশাকের সঙ্গে তিনি পরেন হাই-হিল জুতা।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও ছবির প্রচারণা সক্রিয় থাকতে দেখা যায় জাহ্নবীকে। সেই সঙ্গে নিত্য নতুন খোলামেলা পোশাক পরে নিয়মিত ভক্তদের নজরও কাড়ছেন তিনি। জাহ্নবীর পোস্ট করা ছবিতে তার বসন্ত-গ্রীষ্মের সাজসজ্জা ও পোশাকে দেখে মুগ্ধ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেই।