
ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সহিংসতায় মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তিন দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। আহত হয়েছে প্রায় আড়াইশ এরও বেশি মানুষ। মৃত্যুর এই মিছিল মানতে পারছেন না অনেকেই। দিল্লির সহিংসতা নিয়ে এক প্রতিক্রিয়ায় রবীন্দ্র-নজরুল সংস্কৃতির কথা মনে করিয়ে দিলেন পশ্চিমবঙ্গের যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
তিনি টুইট করে লিখেছেন, আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই। আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান আর নই। মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন, সেটা আর যাই হোক মানুষ আর নই।
এ নিয়ে মুখ খুলছেন টলিউডের অভিনেতা থেকে পরিচালকরা। নুসরাত জাহান টুইট করে লিখেছেন, দুঃখিত, শোকাহত ও বেদনাদায়ক। আমার দেশ জ্বলছে। আমরা মানুষ, এটা ভুলে গেলে চলবে না। দয়া করে গুজব, ভুয়া খবর ও ঘৃণা ছড়াবেন না।
অন্যদিকে দিল্লির এই সহিংসতা নিয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই কবিতা লিখেছেন পঞ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নিজের ফেসবুক পেজে কবিতাটি পোস্ট করেন তিনি।
Posted ৫:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar