মাকসুদা আক্তার প্রিয়তি | ১৭ জুন ২০১৮ | ৯:০৮ পূর্বাহ্ণ
জী, ইহা আমারই পেট। আমাদেরও পেট বড় হয়, পেট ফাঁপে । খাওয়া দাওয়ার কারণ ছাড়াও পেট ফাঁপে, চর্বি ষ্টোর হয়; যেমন, যেকোনো কিছু নিয়ে স্ট্রেস থাকলে , রাতে পর্যাপ্ত ঘুম না হলে। তখন ব্যায়াম তেমন কাজে আসে না।
আর আমার??
ঈদের দুই দিন লাগাম ছাড়া খাওয়ার পর, আমার পেটের যেই দশা।
ছবিটা ভয়ে ভয়ে দিলাম, কাহিনী না জানি কি থেকে কি বানিয়ে ফেলে মানুষ।