রিমন পাঠান | ১৮ জুন ২০১৭ | ৪:৫৬ অপরাহ্ণ
বাবা বলতো, বড় হয়ে নে খোকা- তোকে নিয়ে যাবো একদিন, ঐ পাহাড়ের চূড়ায়- দুজনে মিলে বন মোরগের চড়ুইভাতি- রাত্রি হলে আমরা দুজন ঐ তারাদের সাথী।
(রিমন পাঠানের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)
ajkerograbani.com