আজকের অগ্রবাণী ডেস্ক | ১০ আগস্ট ২০১৭ | ৭:৩২ অপরাহ্ণ
রাজধানীর নিউমার্কেটে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার নাম সুমাইয়া (১৭)।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, সুমাইয়া সিটি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী। পরিবারের সাথে সুমাইয়া নিউমার্কেট কাঁচাবাজার সংলগ্ন বিশ্বাস বিল্ডার্সের ১০ তলায় থাকতো।
তিনি আরও জানান, ২/৩ বছর আগে তার বাবা তাদের গ্রামের বাড়ি যশোর সদরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। বাবার ময়নাতদন্তের সময় উপস্থিত ছিল সুমাইয়া।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, কিছুটা মানসিক সমস্যা ছিল সুমাইয়ার। চিকিৎসাও চলছিল তার। আজ বৃহস্পতিবার সকালে বাসার ভেতর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এর আগে সুমাইয়া সুইসাইড নোট লিখে যায়। তাতে লিখা “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ও আমার মৃতদেহের যেন ময়নাতদন্ত করা না হয়”।
ওসি জানান, পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে সুমাইয়ার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।