অনলাইন ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | ১০:২০ অপরাহ্ণ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমিতো প্রধানমন্ত্রীর সাথে দেখাই করার সুযোগ পাই না।
আজ শনিবার বনানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী এম কোরবান আলীর ছেলে এম তারেক অলীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এ কথা বলেন।
এরশাদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিসহ চালের উর্ধ্বগতির বিষয়ে এরশাদ বলেন, ‘গ্রামে গেলে জনগণ বলে চালের উর্ধ্বগতি নিয়ে কিছু করুন। সরকার প্রধানকে আমাদের কষ্টের কথা বলুন। কিন্তু আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলে কী হবে আমিতো প্রধানমন্ত্রীর সাথে দেখাই করার সুযোগ পাই না।’
তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি। আওয়ামী লীগ বা বিএনপি’র কাছে জনগণ নিরাপদ নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু জাতীয় পার্টির কাছে জনগণ নিরাপদ।’
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি দিন দিন শক্তিশালী হচ্ছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় এসে জনগণের দুঃখ দুর্দশা দুর করবে।’